শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বইমেলায় সাড়া জাগিয়েছে ‘জিওগ্রাফিকা’

সিআরবি’র শিরীষতলায় চসিকের অমর একুশের বইমেলায় চলছে বইয়ের জমজমাট বেচাকেনা। প্রকৃতি, জীবন বৈচিত্র্য ও ভ্রমণ বিষয়ক জার্নাল ‘জিওগ্রাফিকা’ এবারের বইমেলায় বেশ সাড়া জাগিয়েছে। বইমেলায় বাতিঘর ও অক্ষরবৃত্ত প্রকাশনের স্টলে পাওয়া যাচ্ছে জার্নালটি। জার্নালের সম্পাদক আলোকচিত্রী কমল দাশ বলেন, প্রকাশের পর থেকেই পাঠক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে ‘জিওগ্রাফিকা’। সবার সহযোগিতা পেলে প্রকাশনাটি অব্যাহত রাখতে চাই আমরা।

জার্নালের নির্বাহী সম্পাদক ও প্রকাশক প্রকৌশলী জ্যোতির্ময় ধর বলেন, একসময় স্বপ্ন দেখতাম প্রিয় জার্নাল ‘ন্যাশনাল জিওগ্রাফিক’ এর আদলে বাংলায় নতুন কোনো প্রকাশনা করার। রাশিয়া ও জার্মানিতে অধ্যয়নরত অবস্থায় নিজেই ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছি প্রায় ১৬ বছর। আমার এই উদ্যোগটিকে সফল করার পেছনে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদেরকে ভালোবাসা ছাড়া আমার আর কিছুই দেয়ার নেই। আপনাদের সহযোগিতা কামনা করছি, পাশে থাকবেন।