শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

দুর্ঘটনায় আহত চবি’র ছাত্রদের পাশে যুবলীগ নেতা নোবেল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনের ছাদে গাছের আঘাত লাগার ঘটনায় অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নগরীর বটতলী স্টেশন থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে আসা শাটল ট্রেনটি চৌধুরীহাট এলাকায় পৌঁছলে দুর্ঘটনাটি ঘটে।
বৃহস্পতিবার গভীর রাতে আহত শিক্ষার্থীদের আর্থিকভাবে সাহায্য করেন মহানগর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মানবিক নেতা মনোয়ার উল আলম নোবেল।
তিনি বলেন,সকল রাজনৈতিক, সামাজিক তথা মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করি। মানবিক যুবলীগের একজন কর্মী হিসেবে মানুষের কল্যাণে কিছু করতে পারলেই স্বাচ্ছন্দ্যবোধ করি।তারই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক শেখ পরশ সাধারণ-সম্পাদক মাঈনুল হোসেন খাঁন নিখিল ও যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফজলে নাঈমের নির্দেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ট্রেন দূর্ঘটনায় আহত শিক্ষার্থীদের শারীরিক খোঁজ খবর নিতে এবং চট্টগ্রাম মহানগর যুবলীগের পক্ষ থেকে চমেক হাসপাতালে গিয়ে আহতদের হাতে নগদ অর্থ তুলে দেন।